অন্য ফিল্ড থেকে সুইচ করতে চাইলে — ডেটা সায়েন্স একসময় হট টপিক ছিল। “ডেটা সায়েন্স” শব্দবন্ধটির ব্যবহার এখন অনেকটা স্তিমিত হয়ে এসেছে। তার মানে এই নয় যে ডেটা সায়েন্স তার আকর্ষণ হারিয়েছে। বরং এটি এখন কনসার্নড ব্যক্তিবর্গের দোড়গোড়ায় পৌঁছে গেছে, ফলে এটি নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। বরং ব্যক্তিগতভাবে কীভাবে ডেটা সায়েন্টিস্ট হওয়া যায় তার…