২০২২ বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রজেক্ট আইডিয়া

কে জয়ী হবে সেটা নিয়ে কম্পিউটেশনাল প্রজেক্ট

Enayetur Raheem
2 min readNov 18, 2022
Photo by Rhett Lewis on Unsplash

মূল কাজ: মন্টি কারলো সিমুলেশন

হার্ডকোর রিকোয়ারমেন্ট: প্রোগ্রামিং স্কিল

সফট কোর রিকোয়ারমেন্ট: লিটারেচার রিভিউ

উদ্দেশ্য

উদ্দেশ্য হচ্ছে মন্টি কারলো সিমুলেশন এর মাধ্যমে সিনারিও সিমুলেট করা। এর মাধ্যমে প্রেডিট করা বিশ্বকাপ ফুটবল ২০২২ এ কে জিতবে।

এই বিষয়ে প্রথমেই আমাদের লিটারেচার রিভিউ করে দেখতে হবে কিভাবে অন্যেরা মডেল দাঁড় করিয়েছে।

এর জন্য গুগল করাই যথেষ্ট হওয়ার কথা।

আরো ভালো হবে যদি বিগত বিশ্বকাপগুলোর উপর করা কাজগুলো রিভিউ করা যায় এবং সেখানে কোন মডেল গুলো ভালো করেছে সে সম্পর্কে তথ্য জোগাড় করা যায়।

শর্টকাট

তবে আলসেমি থাকলে সেটা না করলেও হবে শুধুমাত্র এই বছর যারা এই নিয়ে কাজ করছে সেরকম একটি দুটি ভিডিও কিংবা রিপোর্ট দেখে সেখান থেকে মেথডলজি সম্পর্কে আইডিয়া নিতে হবে।

যারা বেশি অলস তাদের জন্য আমার শর্টকাট স্টেপঃ

১।

সিম্পল মডেল হতে পারে এরকম যে-- দুটি টিম মুখোমুখি হলে তাদের উইনিং প্রবাবিলিটি ক্যালকুলেট করা

এর জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করতে পারেন।

২।

প্যারামিটার গুলো কী হবে এর জন্য কিছুটা লিটারেচার রিভিউ করতে হবে অথবা রেংকিং টেবিল থেকেও আন্দাজ করতে পারেন।

কিংবা ওই দুই টিম এর আগে কখনো মুখোমুখি হয়েছে কিনা তার ভিত্তিতে জয়ের সম্ভাবনা ধরতে পারেন।

এভাবে গ্রুপ ওয়াইজ সিমুলেশন করতে পারেন।

৩।

পুরো প্রসেসটা যেহেতু সিমুলেশন এর মাধ্যমে হবে তাই প্রত্যেকটি ধাপ হাজার হাজার বার রান করে রেজাল্টগুলোকে এগ্রিগেট করতে হবে। নানা ভাবে সেটা করা যাবে। লিটারেচার থেকে দেখতে পারেন কিভাবে সেটা করা যায়।

বেনিফিট

এতে করে আপনি একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো সম্পন্ন করবেন এবং আপনার সিভিতে এটা একটা মূল্যবান সংযোজন হিসেবে থাকবে।

--

--